Wellcome to National Portal
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

1)বাৎসরিক কর্মসূচী অনুযায়ী ঠিকাদারদের মাধ্যমে পানির উৎস সমূহ (টিউবওয়েল,সাবমার্জসিবল পাম্প ইত্যাদি) স্থাপন করা হয়। 2)পানির উৎস সমূহ স্থাপনের বিষয়ে জন সাধারনকে কারিগরী পরামর্শ দেওয়া হয়। 3)পানির গুনাগুন (আর্সেনিক, আয়রন ইত্যাদি) পরীক্ষা করা হয়। 4)স্বাস্থ্য সম্মত পায়খানা ব্যবহারের জন্য রিং, স্লাব বিক্রয় করা হয় (মজুদ সাপেক্ষে)। 5)স্বাস্থ্য সচেতনতা বিষয়ে জনগনকে উদ্বুদ্ধ করা হয়। 6)প্রাকৃতিক দূর্যোগ মোকাবিলার জন্য দূর্যোগকালীন সময়ে বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবহার নিশ্চিত করা হয়। 7)বিভিন্ন উন্নয়ন মূলক প্রকল্পভূক্ত এলাকায় এনজিওদের মাধ্যমে পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করা হয়। 8) সরকারি প্রাথমিক বিদ্যালয়ে (পিইডিপি-3,পিইডিপি-4,জিপিএস ও এনএনজিপিএস) প্রকল্প সমূহের আওতায় ওয়াশ ব্লক ও পানির উৎস নির্মান করা হয়।